রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ নভেম্বর ২০২৪ ১১ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বীরভূম জেলার মহম্মদবাজারে পুলিশের সক্রিয়তায় বড়সড় ডাকাতির ছক ভেস্তে গেল। বুধবার গভীর রাতে মহম্মদবাজার থানার পুলিশ ভাঁড়কাটা গ্রামের একটি খাবারের দোকানে অভিযান চালিয়ে ১১ জন ডাকাতকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একাধিক কার্তুজ, ধারালো অস্ত্র, এবং ডাকাতির কাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা মহম্মদবাজার থানা এলাকার বিভিন্ন পাথর খাদান এবং জাতীয় সড়কে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য পেয়ে পুলিশ একটি বিশেষ দল গঠন করে। সোর্স মারফত খবর পেয়ে অভিযুক্তদের ঘিরে ফেলে পুলিশ তাদের আটক করে। এবিষয়ে পুলিশের একটি সূত্র জানায়, দুষ্কৃতীরা ওই দোকানে মাছ ভাজা চেয়ে অপেক্ষা করছিল। তখন তাদের দেখে পুলিশের এক সোর্সের সন্দেহ হয়। খবর যায় পুলিশের কাছে। শেষপর্যন্ত মাছ ভাজা আর খাওয়া হয়নি ওই দুষ্কৃতীদের। তার আগেই পুলিশ সবাইকে ধরে।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তবে সাম্প্রতিককালে মহম্মদবাজার এলাকায় অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় তাঁরা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, পাথর খাদান এবং জাতীয় সড়ক এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে।
ধৃতদের মহম্মদবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানায়, ধৃতরা একটি সংগঠিত ডাকাত দলের সদস্য এবং তাদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এই দলটি আরও অপরাধমূলক কাজের পরিকল্পনার কথা স্বীকার করতে পারে বলে মনে করছে পুলিশ।
একইসঙ্গে মহম্মদবাজার থানা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পর এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হবে এবং অপরাধ দমনই থাকবে তাদের মূল লক্ষ্য।
এই অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয়তা যেমন প্রমাণিত, তেমনই সাধারণ মানুষের আস্থাও বৃদ্ধি পেয়েছে। মহম্মদবাজার থানার তরফে জানানো হয়েছে, অপরাধমূলক কার্যকলাপ রুখতে এমন অভিযান ভবিষ্যতেও চলবে।
নানান খবর
নানান খবর

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

চলন্ত অবস্থায় পুরুলিয়াগামী বাসে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা

সাতসকালে ফালাকাটায় বাইসনের তাণ্ডব, গুরুতর জখম কৃষক, এক বাইসনের মৃত্যু

গরম পড়তেই ওরা আক্রমণ করে চা গাছে, বাগান বাঁচাতে কী উপায়? বলছেন বিশেষজ্ঞরা

‘এবার যোগ্যতা প্রমাণের পালা’, সুপ্রিম রায়ে স্বস্তির পর জানাচ্ছেন প্রধান শিক্ষকরা

'আমি কি বিয়ে করতে পারি না!', বিয়ের খবর প্রচার হতেই আর কী বললেন দিলীপ ঘোষ?